ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নিখোঁজের তিনদিন পর পদ্মার চরে মিলল প্রহরীর লাশ

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২০, ১৪ মে ২০২২

রাজশাহীর বাঘায় নিখোঁজের তিনদিন পর পদ্মার চরের পেয়ারা বাগান থেকে সেন্টু আলী (৫০) নামের এক প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আখ ক্রয় কেন্দ্রের পাশে এক পেয়ারার বাগান থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত সেন্টু উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আজের উদ্দিন চৌকিদারের ছেলে। 

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, সেন্টু আলী গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়ি ফিরেননি। বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আখ ক্রয় কেন্দ্রের পাশে আবদুল খালেকের পেয়ারা বাগানে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় থানায়। 

পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

নিহতের ভাগ্নে আকরাম হোসেন বলেন, “মামা পদ্মার চরের মধ্যে আবাদ করা ফসল রক্ষণাবেক্ষণের জন্য প্রহরী হিসেবে কাজ করতেন। তিনদিন পর লাশ পাওয়া গেল মাঠে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে কিছু বুঝতে পারছিনা।”

নিহতের স্ত্রী মাহমুদা বেগম বলেন, “আমরা দরিদ্র মানুষ। স্বামী মাঠ প্রহরী হিসেবে কাজ করতেন। যা পেতেন তা দিয়ে স্বামী-স্ত্রীর কোনো রকমে দিন চলে যেত। কেন আমার স্বামীকে হত্যা করা হয়েছে, কিভাবে চলব।” 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি