ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ভোজ্যতেল মজুদের অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ১৪ মে ২০২২

Ekushey Television Ltd.

সয়াবিন তেল মজুদ ও উচ্চমুল্যে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শনিবার দুপুরে পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, নিয়ম বহির্ভূতভাবে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুরের দ্বারিয়াপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকার এন্ড ব্রাদার্সে ২ হাজার ৮শ’ লিটার খোলা ও ২শ’ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। 

এ ঘটনায় দায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই বাজারের আরও তিনটি দোকানে বোতলজাত ও খোলা সয়াবিন তেলে বাড়তি দাম নেয়া ও তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে মজদু রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমূল্যে বিক্রি করা দেওয়া হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি