ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে উদীচি শিল্পী গোষ্ঠীর সম্মেলন, নতুন কমিটি গঠিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ১৪ মে ২০২২ | আপডেট: ১৮:০১, ১৪ মে ২০২২

বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী মেহেরপুর জেলা শাখার ষষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উদীচির সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম। 

বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি প্রবীর সরদার, সাংগঠনিক সম্পাদক রিফাত, খুলনা বিভাগিয় কমিটির আহবায়ক ও সভাপতি সুখেন রায়, ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি শরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি জহির রায়হান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন। 

আলোচনা শেষে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। 

এতে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সুশিল কুমার চক্রবর্তীকে সভাপতি, অ্যাডভোকেট মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, জাহির হোসেন চঞ্চলকে সিনিয়র সহ-সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি