ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ১৪ মে ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম রশিদা বেগম (৫৫)। শনিবার দুপুরে ঠাকুরগাঁও রেল স্টেশনে ওই বৃদ্ধা তাঁর ছোট ছেলে ও বউমাকে ট্রেনে উঠিয়ে দেয়ার পর ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার অনুপ বশাক। নিহত রশিদা বেগম উত্তর ঠাকুরগাঁও বকসের হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী।

স্টেশন মাস্টার জানান, দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস-৭৯৪ ট্রেনটি ঠাকুরগাঁও রেল স্টেশনে এসে থামে। এসময় ওই বৃদ্ধা তার ছোট ছেলে ও বউমাকে ট্রেনে তুলে দেয়। ট্রেনটি যাত্রা শুরু করলে বৃদ্ধা ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি