ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যম সুমন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৪, ১৪ মে ২০২২

নোয়াখালী জেলা শহর মাইজদীর মুক্তিযোদ্ধা কলোনী ও কেচ্ছা কলোনী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন প্রকাশ যম সুমন (৩৬) কে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেফতারকৃত যম সুমনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ঘটনায় ৭টি মামলা রয়েছে বলে জনিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত যম সুমন জেলার সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের হালিম বেপারি বাড়ির আলী আজ্জমের ছেলে।

এ বিষয়ে দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত যম সুমন পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সুধারাম থানায় হত্যার ঘটনায় একটি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি, অস্ত্র আইনে একটি এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটিসহ বিভিন্ন ঘটনায় ৭টি মামলা রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের মুক্তিযোদ্ধা কলোনী ও কেচ্ছা কলোনী সংলগ্ন বাবুলের বাড়ি সামনের সড়ক থেকে সুমনকে গ্রেফতার করে সুধারাম মডেল থানা পুলিশ। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি দেশিয় এলজি ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি