ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চার দশক ধরে জনশূন্য পিচুলগাড়ি গ্রাম (ভিডিও)

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ১৫ মে ২০২২ | আপডেট: ১৫:৩৭, ১৫ মে ২০২২

Ekushey Television Ltd.

আশির দশকে ডাকাতের ভয়ে গ্রাম ছেড়েছিলেন বাসিন্দারা। সেই থেকে চার দশক ধরে জনশূন্য পিচুলগাড়ি। প্রায় নয় একর আয়তনের গ্রামটির অবস্থান বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নে। কাগজে-কলমে টিকে থাকলেও এখন জঙ্গলে পরিণত হয়েছে।

জনমানবহীন বিচিত্র গ্রাম পিচুলগাড়ি। ৪০ বছর আগে ২০ পরিবারের প্রায় একশ’ মানুষের বাস ছিল এই গ্রামে। ডাকাত দলের হাতে এক ধনাঢ্য গৃহস্থ খুন হলে আতঙ্কে অন্যত্র পালিয়ে যান সবাই।

পাশের গ্রামের এক ব্যক্তি জানান, “এই গ্রামে ডাকাত পড়েছিল, গ্রামের হাজি সাহেবকে মেরে ফেলে তারা।”

দীর্ঘদিন মানুষের বসবাস না থাকায় নানা অলৌকিক গল্পকথা ছড়িয়েছে গ্রামটির গাছপালা ঘিরে।

স্থানীয়রা জানান, “এই গ্রামে ভয় আছে, গাছের ডালপালা নিতে গেলে মাজা ভেঙে যায়। পাতা নিলে সমস্যা হয়।”

প্রায় দুই কিলোমিটার মেঠো আর কাঁদাপানির পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই প্রত্যন্ত গ্রামে। তারপরও শেকড়ের টানে প্রতি শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে আসেন প্রবীন আর বংশধরেরা। 

যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ফের স্থায়ী বসতি গড়ে তোলা যাচ্ছে না, বলেন তারা।

তারা জানান, “যদি রাস্তায় হয় তবে বসবাসের উপযোগী হবে এলাকাটি।”

তবে সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছে ইউনিয়ন পরিষদ।

গোহাইল ইউপি চেয়ারম্যান মো. আলী আতোয়ার তালুকদার ফজু বলেন, “আগামী নভেম্বর-ডিসেম্বর শুষ্ক মৌসুমে সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করা হবে।”

পিচুলগাড়ি ঠিক আগের মতোই মেতে থাকবে জনচাঞ্চল্যে, মানুষের কোলাহলে মুখরিত হবে এখানকার আকাশ-বাতাস, এমন প্রত্যাশা সবারই।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি