ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে জামায়াতের ৪৫ নেতাকর্মী আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৯, ১৫ মে ২০২২

নোয়াখালীর মাইজদীর আল ফারুক একাডেমি থেকে জামায়াতের ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ওই একাডেমিতে বসে তারা সরকার বিরোধী গোপন বৈঠক করছিল বলে পুলিশ জানিয়েছে। এসময় তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরণের বই জব্দ করা হয়।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন, সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মো. হানিফ, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মহিউদ্দিন হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক ও চাটখিল পৌরসভা জামায়াতের সভাপতি নূর হোসেন’সহ ৪৫ জন।

জেলা অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জামায়াতের নেতাকর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক থেকে ধর্মীয় উগ্রতাকে ফুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে বেআইনী কার্যকলাপের প্রস্তুতির অংশ হিসেবে বৈঠকের আয়োজন করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি