ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিংড়ায় ৪৮০০ লিটার সয়াবিন তেল জব্দ,আর্থিক জরিমানা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫১, ১৫ মে ২০২২

নাটোরের সিংড়া উপজেলার তেমুক নওগা বাজার থেকে অবৈধভাবে মজুদ করা এক ব্যবসায়ীর গুদাম থেকে ৪৮০০ লিটার তেল উদ্ধার করা হয়। 

রোববার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এসব পাম ওয়েল জব্দ করেছে। পরে ব্যবসায়ী বিমল চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, পুর্বের ১৩৩ টাকা কেজি দরে কেনা এসব পাম ওয়েল সিংড়া বাজারের ব্যবসায়ী বিমল চন্দ্র সাহা তেমুক নওগা বাজারে তার গুদামে অবৈভাবে মজুদ করে রেখে বেশি দামে বিক্রি করছেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে তার গুদামে মজুদ ২২ ব্যারেল (ড্রাম) অথাৎ ৪৮০০ লিটার পাম ওয়েল উদ্ধার করা হয়। 
এসময় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত পাম ওয়েল তেমুক বাজারে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি