ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল বৃদ্ধের

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৮, ১৫ মে ২০২২

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলের নেকমরদ-বালিয়াডাঙ্গি সড়কে কোচের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান আলী (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

রোববার সকালে ওই সড়কে ঈদগাঁও বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোলায়মান আলী চন্দনচহট নয়াবস্তি এলাকার ঘুটু মোহাম্মদের ছেলে।
 
স্থানীয় ও পুলিশ জানায়, বাজারে যাবার উদ্দেশ্যে সোলায়মান সকালে বাড়ি থেকে বের হয়ে পাকা সড়কে উঠে। এসময় বালিয়াডাঙ্গী থেকে দ্রুতগতিতে আসা একটি কোচ তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোচটি আটকের চেষ্টা করা হচ্ছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন ওসি জানান।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি