ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ১৬ মে ২০২২

নাটোরের বড়াইগ্রামে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব।
সোমবার ভোর রাতে র্যা ব-৫ এর একটি দল বড়াইগ্রামের মহানন্দাগাছা টানপাড়া থেকে নাহিদ হাসান নাজমুল (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করে।   

র্যা ব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তার নাহিদ সিঙ্গাপুর প্রবাসী সংগ্রামপুর গ্রামের আজহার আলীর ছেলে।

ফরহাদ হোসেন বলেন, রোববার বিকালে অষ্টম শ্রেণির ওই ছাত্রী নানা বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল। পথে কুশমাইল বিলের মধ্যে নাহিদ কৌশলে তাকে আখের জমিতে নিয়ে ধর্ষণ করেন।

মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে নাহিদ পালিয়ে যান। 

এ ঘটনায় মেয়েটির বাবা বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর র্যা ব নাহিদকে গ্রেপ্তার করে। পরে তাকে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি