ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বেগমগঞ্জে ৪টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২১, ১৬ মে ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ও গোপালপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ৩টি পাইপগান, ১টি কার্তুজ ও ১টি পাইপগানের অংশ জব্দ করা হয়। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে মিয়াপুর গ্রামের অভিযান চালিয়ে ২টি পাইপগানসহ সন্ত্রাসী ফয়সাল আহমেদ রবিন এবং দুপুর সাড়ে ১২টার দিকে গোপালপুর ইউনিয়নের তিতাহাজরা গ্রামে অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও পাইপগানের একটি নলা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে আর কারা জড়িত আছে সে বিষয়ে গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি