ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সোনারগাঁওয়ে অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৬, ১৬ মে ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বিপুল পরিমান দেশিয় অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার রাতে সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি তাজা ককটেল, দুটি চাইনিজ কুড়াল, দুটি ছোঁড়া, একটি চাপাতি, দুটি লোহার রড, ছয়টি টর্চ লাইট ও দুটি লোহার পাইপ উদ্ধার করে। 

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার সাংবাদিকদের জানান, চক্রটি গত ১ এপ্রিল গভীর রাতে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলমের পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে।

এছাড়া গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার সময় সোনারগাঁ থানার বিভিন্ন নির্জন স্থানে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে। তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি