ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ১৭ মে ২০২২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৭ মে) সকাল ছয়টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের জননী হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত লিটনের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার চুরমুন কাটি এলাকায়।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের একটি সূত্র জানায়, আজ ১৭ মে মঙ্গলবার সকাল আটটার দিকে বনপাড়া থেকে হাটিকুমরুলগামী ট্রাক ঢাকা মেট্রো-ড ১১-৫৪২৬ এবং বিপরীত দিক থেকে আসা বনপাড়াগামী ট্রাক ঢাকা মেট্রো-ট ২৪-৫৫২৮’র মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা মেট্রো-ড ১১-৫৪২৬’র চালক লিটন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

ওই ট্রাকের হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। 

এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি