ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্মঘট প্রত্যাহার, বেনাপোলে পণ্য লোড-আনলোড শুরু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৮, ১৭ মে ২০২২ | আপডেট: ১০:৩৬, ১৭ মে ২০২২

স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনায় ট্রান্সপোর্ট মালিক সমিতির

স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনায় ট্রান্সপোর্ট মালিক সমিতির

Ekushey Television Ltd.

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির পূর্বঘোষিত ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে মালিক সমিতি পণ্য লোড-আনলোড শুরু করেছে।

সোমবার (১৬ মে) সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এর আগে  বন্দরে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফটের দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় তারা।  

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ আলোচনার ভিত্তিতে ৫টি শর্তে এই কর্মবিরতি প্রত্যাহার করে নেয় তারা।

শর্ত গুলো হলো- ১. বন্দর কর্তৃপক্ষ আগামী ৩১ মের মধ্যে ৩টি ক্রেন ও ৩টি ফর্কলিফট বন্দরে সংযুক্ত করবে। ২. অদক্ষ ক্রেন ও ফর্কলিফট চালক পরিবর্তন করে কর্তৃপক্ষ ৩১ মের মধ্যে দক্ষ চালক নিয়োগ দিবে। ৩. প্রত্যেক চালককে সকাল ৯টার মধ্যে কর্মস্থলে যোগদান নিশ্চিত করতে হবে। ৪. বেলা ৩টার মধ্যে পণ্য লোড-আনলোডের জন্য সিরিয়াল গ্রহণ করবে এবং সিরিয়াল অনুযায়ী বিরতিহীনভাবে কাজ করবে।
৫. কর্তৃপক্ষ আগামী ১৬ জুলাইয়ের মধ্যে বন্দরে চাহিদা অনুযায়ী ক্রন ফর্কলিফট সংযুক্ত করবে।

আগামী ১৬ জুলাইর মধ্যে শর্তগুলো যথাযথভাবে পূরণ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজি।

এদিকে, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, আগামী ১৫ দিনের মধ্যে ৩টি নতুন ক্রেন ও ৩টি ফর্কক্লিপ বন্দরে সংযোজন করা হবে। আগামী এক মাসের মধ্যে পুরোনো ক্রেন ও ফরক্লিপগুলো পরিবর্তন করে পণ্য উঠানো-নামানোর জন্য নতুন ক্রেন দেয়া হবে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

নির্দিষ্ট সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি