ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রতিনিয়ত বেড়েই চলছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৭ মে ২০২২ | আপডেট: ১২:৫৪, ১৭ মে ২০২২

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিনিয়ত বেড়ে চলেছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। এতে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার চার উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি ঢুকেছে সিলেট নগরেও। সুরমা নদীর তীর উপচে, খাল দিয়ে পানি ঢুকে নগরের উপশহর, চালিবন্দর, দক্ষিণ সুরমার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। 

এছাড়াও জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জেও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি লক্ষাধিক মানুষ। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৭ মে) সকালে সুরমা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সামসুদ্দোহা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর বাজার এলাকার সড়কে পানি উঠে গেছে। এ কারণে জেলা শহরের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বিভিন্ন সড়ক পানিতে প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাওরের নিচু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

সুরমা, যাদুকাটা, খাসিয়ামারা, চেলা নদীসহ জেলার সবকটির নদীর পানি বিপদসীমার ওপরে। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

প্রসঙ্গত, দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ প্রদেশের কিছু স্থানে ভারি বৃষ্টিপাতের কারণে সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি