ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ১৭ মে ২০২২ | আপডেট: ১২:৫৬, ১৭ মে ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত এবং শ্লীলতাহানির অভিযোগে আনোয়ার হোসেন (২৯) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করতো আনোয়ারসহ কয়েকজন বখাটে। সোমবার সকালে বিদ্যালয়ের আসার পথে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত এবং ২ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে আনোয়ার।

পরে ওই দুই ছাত্রী বিষয়টি শিক্ষকদের জানালে দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বখাটে আনোয়রকে আটক করে বিদ্যালয় কৃর্তপক্ষ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করার পর বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারার অপরাধে আনোয়ার হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি