ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে খালে মিলল যুবকের মৃতদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১৭ মে ২০২২ | আপডেট: ১৫:৩৩, ১৭ মে ২০২২

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের রায়পুরের খাল্লার পুল এলাকার ডাকাতিয়ার সংযোগ খাল থেকে হান্নান (২৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ মে) সকালে নাজির আলী বাড়ির দরজায় খালের মধ্যে ভাসমান মৃতদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। 

নিহত হান্নান রায়পুর পৌরসভার খাজুরতলা এলাকার মৃত অলিউল্লার ছেলে। সে ইট ভাঙ্গার শ্রমিকের কাজ করত। 

হান্নানের বোন আনোয়ারা জানান, দীর্ঘদিন থেকে হান্নান মৃগী রোগে ভুগছিলেন। সোমবার বোনের বাড়িতে দুপুরের খাবার শেষে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বিদায় নেয় সে। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর পান তারা। 

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া বলেন, খালের পাশ দিয়ে যাবার সময় পানিতে পড়ে হান্নানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি