ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৬, ১৮ মে ২০২২

কিশোর খালিদ

কিশোর খালিদ

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে খালিদ সাইফুল্লাহ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। 

মঙ্গলবার রাতে মহিপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত খালিদ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের মকবুল ফরাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে খালিদ ও সাকিব দুই বন্ধু মোটরসাইকেলযোগে কলাপাড়া থেকে কুয়াকাটা যাচ্ছিলেন। এসময় মহিপুরের সাগর সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ওই দুই বন্ধুসহ অপর মোটরসাইকেলের বেল্লাল ও বাদল নামের দুজন গুরুতর আহত হন। 

আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল নেয়ার পথে খালিদের মৃত্যু হয়। 

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, কোন অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি