গাজীপুরে গার্মেন্টসে আগুন
প্রকাশিত : ১২:৪৫, ১৮ মে ২০২২
গাজীপুরের চন্দ্রায় নুর গ্রুপের রায়হান নিট কম্পোজিট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে সুতার গোডাউনে রাখা সব মালামাল।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে কালিয়াকৈরের কারখানার পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ও ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এসময় আগুনে কারখানার গোডাউনে রাখা সুতা ও অন্যান্য মালামাল পুরে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আরএমএ/এএইচ
আরও পড়ুন