ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রাক চাপায় শিশু ও নারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৩, ১৮ মে ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রাক চাপায় এক শিশু ও নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সংযোগ সড়কের মুলিবাড়ী রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর উপজেলার বনবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রাবেয়া সুলতানা (২৬) ও কড্ডার মোড় গ্রামের নাজমুল হোসেনের শিশু মেয়ে আয়শা সিদ্দিকা (৬)। এসময় আহত হয়েছেন ভ্যানচালক ভোলা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, দুপুরের দিকে মুলিবাড়ী রেল ক্রসিং এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রাক সয়দাবাদ এলাকা থেকে আসা একটি ভ্যানকে চাপা দিলে দুই যাত্রী নিহত ও ভ্যান চালক আহত হন।

নিহতদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি