ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

১৬ দফা দাবিতে নাটোরে আদিবাসীদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ১৮ মে ২০২২

Ekushey Television Ltd.

আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান ও পৃথক মন্ত্রণালয় গঠনসহ ১৬ দফা দাবিতে মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাওয়ের পর মানববন্ধন ও সমাবেশ করেছে নাটোরের আদিবাসী জনগোষ্ঠি। পরে তারা ১৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি ডিসির কাছে পেশ করেন।

নাটোর জেলা আদিবাসী পরিষদের ব্যানারে প্রায় কয়েক'শ আদিবাসী জনগোষ্ঠি বুধবার বেলা ১১টা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী এসব কর্মসূচি পালন করে। তারা শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের অফিসের সামনে অবস্থান নেয়। 

এসময় তারা সেখানে বিক্ষোভ ও মানববন্ধনসহ সমাবেশ করে। সমাবেশে বক্তৃতা করেন জেলা আদিবাসী পরিষদের সভাপতি প্রদীপ লাড়কা, সাধারণ সম্পাদক কালিদাস রায় মুন্ডা, আদিবাসী পরিষদ নেতা রামপ্রসাদ মাহাতো, মহেশ হৈমন্ত প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে স্মারকলিপি পেশ করে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি