ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাত পা বেঁধে কিশোরকে নির্যাতনের অভিযোগ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪২, ১৮ মে ২০২২

Ekushey Television Ltd.

গাছের পাতা পাড়ার অপরাধে ১৬ বছরের এক কিশোরকে হাঁত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেনের বিরুদ্ধে।

বুধবার (১৭ মে) সকালে নির্যাতনের শিকার কিশোর মোঃ বাবু (১৬) এ ঘটনায় তিন ঘন্টা সজ্ঞাহীন ছিল। পরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মূমর্ষ অবস্থায় ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান রাত ৯টা ৪০ মিনিটের সময় জানায়, রোগী বাবুর বিকেলে জ্ঞান ফিরলেও এখন আবার অচেতন হয়ে পড়েছে। খুবই ক্রিটিক্যাল, আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তার বাবা ঠেলাগাড়ি চালক মন্টু সরদার বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। 

মন্টু সরদার বলেন, আমার ছেলে ভ্যান চালায় এবং আমি ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালাই। বিকেলে ঘরে এসে দেখি আমার ছেলে বাবু অজ্ঞান হয়ে পড়ে আছে। হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন। পরে তাকে হাসপাতালে ভর্তি করি। 

ছারাবাড়ী এলাকায় বন্দর কর্তৃপক্ষের জায়গায় মেহগনি গাছের পাতা পাড়ায় তাকে পোর্টের (বন্দর) সিক্রোটিগার্ড মো. বেল্লাল হোসেন হাঁত পা বেঁধে শক্ত লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে অজ্ঞান করে ফেলে বলে মন্টু সরদার জানায়।

বন্দরের কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের হাবিলদার মো. বেল্লাল হোসেন 'মারধরের কথা স্বীকার করে নিউজটি না করার অনুরোধ করেন। এ প্রতিবেদকে বলেন আপনি কোথায় আছেন আমি একটু দেখা করবো।'

নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা মোঃ আয়ূব আলী বলেন, বেল্লালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় বন্দরের নিরাপত্তা বিভাগের হাবিলদার মোঃ বেল্লাল হোসেনের বিরুদ্ধে  অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি