ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়া যাওয়ার পথে ৩৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২০, ১৯ মে ২০২২

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন উপকূলে শিশু ও নারীসহ ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। 

বৃহস্পতিবার (১৯ মে) সকালে নৌবাহিনীর ক্যাপ্টেন ও বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিরা বুধবার রাতে দালালচক্রের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিলেন। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটককৃতদের মধ্যে ১২ নারী, ১ শিশু ও ২০ জন পুরুষ রয়েছেন।

তারা ক্যাম্প থেকে বেরিয়ে প্রথমে টেকনাফের বাহারছড়ায় জড়ো হয়। সেখান থেকে নৌকায় ওঠে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেন। পরে নৌবাহিনীর টহল জাহাজ তাদের সেন্টমার্টিন থেকে আটক করে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান নৌবাহিনীর কর্মকর্তা।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি