ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাসড়কে সংঘবন্ধ চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০১, ১৯ মে ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপভ্যান, অটোরিক্সা, ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘবদ্ধ চোরচক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

এর আগে বুধবার নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময়ে ২টি পিকআপভ্যান উদ্ধার ও ৫টি চোরাই গ্যারেজের সন্ধান পাওয়া গেছে।

পিবিআই জানায়, আসামিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, অটোরিক্সা, ইজিবাইক চুরি এবং ছিনতাই ও অপহরণের সঙ্গে জড়িত। উক্ত চক্রের দেওয়া তথ্যমতে চুরি হওয়া দুটি পিকআপভ্যান উদ্ধার করা হয়। যার একটি যাত্রাবাড়ী এবং আরেকটি সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পিবিআইয়ের কাছে স্বীকার করেছে যে, ৩ বছর যাবৎ ১০০-১২০ এর বেশি ট্রাক, পিকআপভ্যান, ইজিবাইক এবং অটোরিক্সা ছিনতাই ও চুরি করেছে তারা। 

তদন্তে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় আরও ৫টি চোরাই গ্যারেজের সন্ধান পেয়েছে পিবিআই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি