ছোটভাইকে হত্যার দায়ে বড়ভাইয়ের ৭ বছরের কারাদণ্ড
প্রকাশিত : ১৫:১১, ১৯ মে ২০২২
নাটোরে ছোটভাই জনি শেখকে হত্যার দায়ে বড়ভাই জাহাঙ্গীর শেখকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মামলার অপর আসামি জাহাঙ্গীর শেখের স্ত্রী বিলকিস বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে ৭ জানুয়ারি পারিবারিক কলহের জেরে বড়ভাই জাহাঙ্গীর শেখ ছোটভাই জনি শেখকে বেদম মারপিট করেন। এতে গুরুতর জনিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরের দিন ৮ জানুয়ারি নিহতের স্ত্রী পলি বেগম নাটোর সদর থানায় জাহাঙ্গীর শেখ এবং তার স্ত্রী বিলকিস বেগমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পাঁচ বছরের শুনানি শেষে নাটোর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেন।
এএইচ/
আরও পড়ুন