ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ধামরাইয়ে পুকুর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ১৯ মে ২০২২ | আপডেট: ১৮:১৯, ১৯ মে ২০২২

ধামরাইয়ের নিখোঁজের একদিন পর পুকুর থেকে ওমর ফারুক নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে  ধামরাইয়ের বড় নারায়ণপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

ওমর ফরুক ধামরাইয়ের নান্না এলাকার বদীর উদ্দীনের ছেলে। সে সাটুরিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ জানায়, বুধবার দুপুর থেকে ওমর ফারুককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ আরও জানায়, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। ওমর ফারুক সাতাঁর জানতো বলেও জানান পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি