ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইল ছাত্রলীগের দুই নেতা সিলেট থেকে গ্রেফতার 

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৭, ১৯ মে ২০২২

নড়াইল ছাত্রলীগের সাবেক দুই নেতা উচ্ছ্বাস আলম (৩০) ও ফাইনুল ইসলাম শাওনকে (৩২) সিলেট থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরার দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ মে) তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৮ মে) সিলেট থেকে তাদের গ্রেফতার করে নড়াইলে নিয়ে আসা হয়। তাদের বাড়ি নড়াইল শহরের ভওয়াখালী এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, গত ২৬ এপ্রিল দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, নড়াইল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উচ্ছ্বাস আলম এবং ফাইনুল ইসলাম শাওন পৌর কার্যালয়ে মেয়র আঞ্জুমান আরা এবং প্যানেল মেয়র জহিরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ, চাঁদাদাবি ও দেখে নেয়ার হুমকি দেন। 

নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, ‘‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামি বাঁধনকেও গ্রেফতারের চেষ্টা  চলছে। 

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি