ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে অস্ত্র মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ১৯ মে ২০২২

জয়পুরহাটে অস্ত্র মামলায় মাসুদুর রহমান সুজন নামে একজনকে যাবজ্জীবন ও  মোস্তাফিজুর রহমান সুমন নামে আরেক জনকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামীদের অনুপস্থিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজন ও ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ০৭ এপ্রিল বিকেলে ক্ষেতলাল উপজেলায় টহল দিচ্ছিল জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল। তখন তাদের কাছে গোপন খবর আসে নিশ্চিন্তা বাজার এলাকায় অস্ত্র পাচার হচ্ছে। এমন খবরে সেখানে অভিযান চালায় তারা। এসময় সুজনের দেহ তল্লাশী করে একটি পিস্তল ও ম্যাগজিন এবং সুমনের দেহ তল্লাশী করে তাজা গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় পরের দিন ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করে র‌্যাব। মামলার দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দেন।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি