ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিজাত হোটেলের দইয়ে পোঁকা, ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৩, ১৯ মে ২০২২

Ekushey Television Ltd.

নানা অনিয়মের কারণে সিরাজগঞ্জ জেলার সলঙ্গার হাটিকুমরুলের ৩টি ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাকৃত ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে সিরাজগঞ্জ রোডস্থ অভিজাত হোটেল দি এ্যারিষ্ট্রোকেট-এর দইয়ে পোঁকা থাকায় ৩০ হাজার টাকা এবং ১টি ফলের দোকানে শত হারে লিচুতে কম দেয়ায় ২ হাজার টাকা এবং আরেকটি মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান রনি জানান, সিরাজগঞ্জ হাটিকুমরুল রোডের অভিজাত রেষ্টুরেন্ট দি-এ্যারিষ্ট্রোকেটে অভিযান পরিচালনাকালে মিষ্টান্ন দইয়ে পোকা দেখা যায়। তখন তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া একই এলাকায় একজন ফল বিক্রেতা শত হারে লিচুতে কম দেয়ায় ২ হাজার এবং এভারগ্রীন মিষ্টান্ন ভান্ডারকে বিক্রিত দইয়ে পরিমাপ না দেয়া, মেয়াদ ও মূল্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী মো. মাহমুদুল হাসান রনি আরো জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি