ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৪, ২০ মে ২০২২

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ইছামতি নদীতে বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে তারা। প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান তবিবর রহমানকে জানান হলে তিনি পুলিশে খবর দেন।

শার্শা থানার এসআই জামাল উদ্দিন বলেন, স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে ৪৪ নম্বর পিলারের পাশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে বলে জানান তিনি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোগা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সালে আহম্মেদ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি