ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চাঁদপুরে সড়কে প্রাণ গেল ২ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ২০ মে ২০২২ | আপডেট: ১৩:৩২, ২০ মে ২০২২

Ekushey Television Ltd.

চাঁদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ফাতেমা আলম (২৩) ও আব্দুল্লাহ (২৫) নামের দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুর সদরের ঘোষের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত একটি স্কুটার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিয়ে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লামুখী সিমেন্টবাহী পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে স্কুটারের যাত্রী ফাতেমা আলম নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আহত আরও তিন জনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবদুল্লাহ নামের আরেকজন মারা যান। নিহত দুজন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হাজিগঞ্জ থেকে অটোরিকশায় চাঁদপুর আলআমিন স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহতদের পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দুর্ঘটনার পর স্কুটার ও পিকআপভ্যানের চালক পালিয়েছে। 

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি