ফেনীতে ভোটার তালিকার হালনাগাদের কাজ শুরু
প্রকাশিত : ১৪:২৪, ২০ মে ২০২২
নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ি ২০ মে থেকে ফেনীতেও ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।
শুক্রবার সকালে জেলার ৬ উপজেলার মধ্যে ফেনী সদর উপজেলা ও ফুলগাজী উপজেলায় হালনাগাদের প্রক্রিয়া শুরু হয়।
ফেনী পৌরসভার ১নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে সকাল থেকেই চলছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হলেও ইউনিয়ন পর্যপাায়ে ওয়া যায়নি হালনাগাদ করার টিমকে।
এসব এলাকার জনপ্রতিনিধিরা জানান, আজ শুক্রবার হওয়ায় একটু বিলম্বিত হচ্ছে। বিকাল অথবা শনিবার সকাল থেকে কার্যক্রম পুরোদমে শুরু হবে।
জেলা নির্বাচন অফিসার জানান, সাড়ে ৭ শতাংশ ধরে হিসাব করলে ফেনী সদরে নতুন ভোটার হবে প্রায় ২৯ হাজার একং ফুলগাজীতে ৭ হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে ২১ দিন তথ্য সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে।
এএইচ
আরও পড়ুন