ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গাজীপুরের ৩ উপজেলায় শুরু ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৯, ২০ মে ২০২২

গাজীপুরের তিনটি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার সকাল থেকে জেলার কালিগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য নিচ্ছেন সংগ্রহকারীরা।

এই তিন উপজেলায় শতকরা সাড়ে ৭ শতাংশ নতুন ভোটার অন্তর্ভুক্তি হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা নির্বাচন কমিশন। ২১ দিনব্যাপী এই তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। 

আগামী ১০ জুন থেকে এই তিন উপজেলায় ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি