ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ২০ মে ২০২২ | আপডেট: ১৭:০৫, ২০ মে ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (৬৫) ও ফারুক হোসেনের ছেলে জুনায়েত (৭)।

জামতৈল সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, নাতিকে নিয়ে দাদা আব্দুল মান্নান দাওয়াত খেতে দর্শিকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। জামতৈল রেল সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি