ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩১, ২০ মে ২০২২ | আপডেট: ১৭:৩৮, ২০ মে ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো.নুরুল ইসলাম (৩৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুরের সৈয়দ আলীর ছেলে। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, নুরুল ইসলাম একটি মাদক মামলার দেড় বছরের বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত একমাস আগে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সকালে ফজরের নামাজের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি