ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মঠবাড়িয়ায় বাস চাপায় নিহত ১, আহত ২

পিরোজপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:২৯, ২০ মে ২০২২

Ekushey Television Ltd.

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন দুইজন চাপা দেয়া বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে পাথরঘাটাগামী হানিফ পরিবহনের একটি বাস চরখালী-মঠবাড়িয়া সড়কের রাঙ্গাপোল নামক স্থানে এলে মঠবাড়িয়ার দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী পিরোজপুরের জেলা দায়রা জজ আদালতের অফিস সহায়ক হারুন অর রশীদ শেখ নিহত হন। 

মোটরসাইকেলের অপর যাত্রী হারুনের ছেলে আহসান এবং চালক নাতি লিমন আহত হয়। আহত ২ জনকে মঠবাড়িয়ার সাফা এলাকার রাজ্জাক নামক একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় স্থানীয়রা বাসটির চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল জানান, বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি