ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫০, ২০ মে ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের খোকশাবাড়িতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন চর খোকশাবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাহিম (৮) ও কোরবান আলীর ছেলে তামিম হোসেন (৬)। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের দিকে এই দুই শিশু মিলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। তখন দুজনেই ডুবে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি