ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ৫ শিক্ষকসহ আটক ১৩

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ২২:৪৬, ২০ মে ২০২২

রাজবাড়ী‌তে প্রাথ‌মিক শিক্ষক নি‌য়ো‌গ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চ‌ক্রের মূল হোতাসহ ১৩ সদস‌্যকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার সন্ধ‌্যা ৭টায় এক প্রেস ব্রিফিং‌য়ে পু‌লিশ এ তথ‌্য জানায়।

পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ডি‌বি পু‌লি‌শ জেলা শহ‌রের ভবানীপু‌র এলাকার মিজানুর রহমা‌ন না‌মে এক বাড়িতে অভিযান প‌রিচালনা ক‌রে মাস্টার কা‌র্ড
সাদৃশ‌্য সিমকার্ড সংযুক্ত ডিভাইস ও ক্ষুদ্রকা‌রের হেইড ফোনসহ প্রশ্নপত্র ফাঁসকারী চ‌ক্রের মুল হোতা পটুয়াখালী মির্জাপু‌র উপ‌জেলা রি‌সোর্স সেন্টা‌রের প্রশিক্ষক মাঈনুল ইসলাম হাওলাদারসহ ১৩ জন‌কে আটক ক‌রেন। 

এর ম‌ধ্যে একজন ম‌হিলাসহ ৫ জন সরকারী প্রাইমা‌রি স্কু‌লের শিক্ষক, ব‌্যাংক কর্মকর্তা, এন‌জিও কর্মকর্তা, ব‌্যবসায়ী, ছাত্র, পরীক্ষার্থী র‌য়ে‌ছে। সময় আটককৃত‌দের মোবাইল, মাস্টার কার্ড সাদৃশ‌্য ডিভাইস, ছোট হেইড ফোন, আড়িপাতা ডিভাই‌স, নগদ টাকা, হা‌তে লেখা পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থী‌র প্রবেশপ‌ত্রের ফ‌টোকপি,  গাইড বইসহ অন‌্যান‌্য সামগ্রী উদ্ধার করা হয়ে‌ছে। আটককৃতরা রাজবাড়ীসহ দে‌শের বি‌ভিন্ন জেলার বা‌সিন্দা।

প্রাথম‌কি জিঞ্জাসাবা‌দে তারা প্রশ্নপত্র ফাঁস চ‌ক্রের সদস‌্য ব‌লে স্বীকার ক‌রে‌ছে। এবং সোনালী ব‌্যাং‌কের মাধ‌্যমে তারা টাকা সংগ্রহ করে বলেও স্বীকার ক‌রে‌ছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি