ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নতুন করে প্লাবিত সিলেটের ৬ উপজেলা

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:৪৩, ২১ মে ২০২২

নতুন করে সিলেটের ৬ উপজেলা ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। ডুবেছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। সুনামগঞ্জে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়েই বইছে। খাদ্য ও নিরাপদ পানির কষ্টে দুর্ভোগের সীমা নেই বানভাসী মানুষের।

ঢলের পানিতে সুনামগঞ্জে ডুবছে নতুন নতুন এলাকা। যাদুকাটা, মহাসিং, মনু, ধলাই, পিয়াইনসহ বিভিন্ন শাখা নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে বইছে। দিন দিন জেলার বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। জেলা সদরের সাথে ৫ উপজেলার সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে।

পানিবন্দি লাখো মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ। ডুবে গেছে ফসল।

পানিবন্দিরা জানান, “রান্না করতে পারি না, খেতে পারি না। একবেলার রান্না দিয়ে পাঁচবেলা খেতে হয়। এক সপ্তাহ ধরে পানির মধ্যে বসবাস করছি। হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় সবকিছু, কিছুটা একটা করার সময় পর্যন্ত পাইনি।”

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের মেঘালয়, চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির আশংকা রয়েছে। এ কারণে দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। 

পাউবোর এসও মোঃ আশরাফুল সিদ্দিক বলেন, “আরও দু’একদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।”

টানা ছয়দিন পানিতে ভাসছে সিলেট নগরী। দুর্গত এলাকায় নিরাপদ পানির সংকট তীব্র হয়েছে। এখনও অনেক এলাকারই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি।

স্থানীয়রা জানান, “বাসায় বাসায় ঢুকে পড়েছে পানি। এর সঙ্গে তিনদিন ধরে বিদ্যুৎ নেই। পাঁচ-ছয় দিন ধরে পানিবন্দি সবাই।”

সিলেটের জকিগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর ৮টি ডাইক রয়েছে হুমকির মুখে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি