তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত
প্রকাশিত : ১২:৫৬, ২১ মে ২০২২ | আপডেট: ১৩:০০, ২১ মে ২০২২
গত তিনদিন ধরে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে দৌলতদিয়া প্রান্তের চারটি ফেরিঘাটের মধ্যে শুক্রবার সকালে দুটি ঘাট বন্ধ হয়ে যায়। পরে বিকালে র্যাকারের মাধ্যমে ঘাটের পন্টুন উপরে স্থাপন করার মাধ্যমে সচল হলেও তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
নদীতে স্রোতের কারণে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে ফেরিগুলোকে। তাতে নদী পার হতে দ্বিগুণেরও বেশি সময় লাগছে, কমে গেছে ট্রিপ সংখ্যাও। ফলে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা আরও বেড়েছে দৌলতদিয়া মহাসড়কে।
শনিবার সকালে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাট থেকে টেকনিক্যাল কলেজ ও গোয়ালন্দমোড় মহাসড়কের ৮ কিলোমিটার অংশে দীর্ঘ যানজট দেখা গেছে।
গত চার থেকে পাঁচদিন ধরে যানজটে আটকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে আসা যানবাহন চালক ও যাত্রীদের। তবে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনকে অগ্রাধিকারভাবে পার করা হলেও ৪ থেকে ৫ ঘন্টা লাগছে শুধু ফেরিতেই।
বিআইডব্লিউটিসি কর্তপক্ষ জানায়, নদীতে প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার দুটি ফেরিঘাট বন্ধ হওয়ার কারণে যানবাহন পারাপার ব্যাহত হয়েছিল। নদীতে স্রোত থাকায় ধীরগতিতে চলছে ফেরি। এ কারণে যানবাহন পারাপার কমে গেছে। এছাড়া মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ভারী যানবাহন এ নৌপথ দিয়ে পার হওয়ার কারলেও যানজট দীর্ঘ হচ্ছে।
শনিবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি রোরো, ইউটিলিটি, কে-টাইপ ও টানা ফেরি চলাচল করছে।
এএইচ/
আরও পড়ুন