ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

আসামি ধরে ফেরার পথে এসআই নিহত, ৫ পুলিশ সদস্য আহত 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৯, ২১ মে ২০২২ | আপডেট: ১৪:৪৬, ২১ মে ২০২২

মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাস নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও তিন এসআই, দুই কনস্টেবল এবং তিন আসামিসহ মোট ৮ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে আসামি ধরে ফেরার পথে পিকআপের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। 

খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। 

পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কনস্টেবল ও এক আসামিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এছাড়া আহত এক কনস্টেবল ও দুই আসামিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হচ্ছেন রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামিরা হচ্ছেন কানমশ সাওতাল, লক্ষন সাওতাল ও কুর্মি মইনা। 

মৌলভীবাজার পুলিশ সুপার মো: জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিশেষ অভিযান শেষে ৩ জন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহত উপ-পরিদর্শক সমিরণ খুবই কর্তব্য পরায়ন এবং চৌকশ অফিসার ছিলেন।

তিনি আরও জানান, ময়নাতদন্ত ও অনান্য কাজ সেরে সৎকারের জন্য শনিবার বিকালে তার মৃতদেহ হবিগঞ্জের গ্রামের বাড়িতে প্রেরণ করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি