ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিখোঁজের তিনদিন পর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ২১ মে ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজ হওয়ার তিনদিন পর বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার বিকালে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আলম খনকার উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হরিশপুর গ্রামের মৃত আজগর খনকারের ছেলে।

নিহতের মামা শহিদ মণ্ডল জানান, গত মঙ্গলবার রাত ১২টায় কয়ড়া আদর্শ গ্রামের মৃত মোসলেমের ছেলে রায়হান ফোন দিয়ে আলমকে যেতে বলেন। তার কিছুক্ষণ পর আলম তার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন স্বজনের বাড়িতে দুই তিন দিন ধরে খোঁজাখুজি করেন। তবে তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে উল্লাপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

তিনি আরও বলেন, শুক্রবার বিকালে কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিলে স্থানীয়রা তার লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। 

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিলে লাশ দেখতে ভীড় জমায়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি