ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কাভার্ডভ্যান-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, আহত ২

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২১ মে ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিরলপাশায় কাভার্ডভ্যান ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে মাধবপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বীরপাশা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বীরপাশা নামক স্থানে ঢাকামুখি কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারালে সিলেটমুখি পিকআপভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি গাড়ীই রাস্তার পাশে খাদে পড়ে ২ জন গুরুতর আহত হয়েছেন। 

পরে খবর পেয়ে সরাইল ফায়ার স্টেশনের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রলিক্স স্প্রেডারের সাহায্যে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মোঃ কাশেম মিয়া (২৮) ও হবিগঞ্জের মাধবপুরের আব্দুল জলিল (৩০)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি