ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৯, ২২ মে ২০২২ | আপডেট: ১০:৫৭, ২২ মে ২০২২

নরসিংদীর বেলাবোর নিজ গৃহ থেকে মা ও তার দুই সন্তানসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল ৮টার দিকে বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের ওই গৃহবধূর নিজ গৃহে তাদের মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ।

নিহতরা হলেন বাবলা গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (৩৬), তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখ।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিদর্শন ও তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি