ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ২২ মে ২০২২

মাদকের প্রবণতা বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

রোববার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামে স্থানীয় দক্ষিণপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি দক্ষিণপাড়া হকবাড়ি থেকে বের হয়ে সদর-আশুগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। পরে সড়কের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন বিক্ষুব্ধরা। 

এতে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাজির হোসেন চিশতি, ফাইজুর রহমান ও তুহিন সরকার প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, একটি চক্র অষ্টগ্রামের অন্তত ৫টি পয়েন্টে মাদক বেচাকেনা করছে। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতেও সাহস পায় না। ঘরে ঘরে মাদকের প্রবণতা বাড়ায় সমাজ ধ্বংস হওয়ার পাশাপাশি কমছে শিক্ষার হার। সেই সাথে বেকার হয়ে পড়ছে তরুণ সমাজ। 

বক্তারা আরও বলেন, মাদকসেবিরা রাস্তায় দাঁড়িয়ে স্কুল-কলেজগামী মেয়েদের ইভটিজিং করছে। এলাকার সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি