ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেল থেকে ছাড়া পেয়েই ব্যবসায়ীকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৭, ২২ মে ২০২২ | আপডেট: ১৪:৫৮, ২২ মে ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে এক জুতা ব্যবসায়ীকে প্রকাশ্যে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সহযোগীদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় পাভেল। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পান এ হত্যাকাণ্ডের সহযোগী রাকিব।

নিহত মো. আইমন চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার নুরনবীর ছেলে।

এ ঘটনায় বেগমগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘাতকসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. পাভেল, মো. রাকিব ও রিমন।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, নিহত আইমন চৌমুহনী বাজারে খোলা জায়গায় জুতার ব্যবসা করতেন। আইমনের কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে ঘাতক পাভেল। পরে অতিরিক্তি রক্তপাতে হাসপাতালে নেয়ার পথে আইমন মারা যায়।

এ ঘটনায় নিহতের বড়ভাই জহিরুল ইসলাম ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি