ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে ট্রাকের চাপায় প্রকৌশলী নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২২ মে ২০২২

বাগেরহাটে ট্রাকের চাপায় মশিউর রহমান (৪৫) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। 

রোববার (২২ মে) সকালে মোটরসাইকেলযোগে বাগেরহাট শহরে যাওয়ার সময় মুনিগঞ্জ সেতু টোল প্লাজায় ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হন মশিউর। 

পরে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মশিউর রহমান বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার মৃত আঃ মজিদের ছেলে। বাগেরহাটে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ-লজিক প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে মুনিগঞ্জ থেকে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন মশিউর। মুনিগঞ্জ ব্রিজের টোল প্লাজা এলাকায় আসলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি