ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সিলেটে বন্যাদুর্গত এলাকায় যুবলীগের ত্রাণ সহায়তা অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ২২ মে ২০২২

ভারী বৃষ্টিপাত আর পাহাড়ী ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার সৃষ্টির হয়েছে। বন্যার পানিতে সিলেট, সিলেট মহানগর, সুনামগঞ্জসহ প্রায় ৮৫ ইউনিয়ন প্লাবিত হয়েছে। 

সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবলিত মানুষের জনদুর্ভোগ লাঘবে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে খাদ্য সহায়তা নিয়ে পাশে রয়েছে সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলা যুবলীগ।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে নগরীর ১৪,২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের মাছিমপুর, ছড়ারপাড়, নোয়াগাঁও, সাদাটিকর, মেন্দিবাগ, তেররতন ও উপশহর এলাকায় প্রায় ১০০০ পরিবারের মাঝে শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ অব্যাহত রেখেছে।

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে সুনামগঞ্জ জেলা যুবলীগ সদর উপজেলায় মোহনপুর, সুরমা, গৌরারঙ্গ ও মোল্লাপাড়া ইউনিয়নে গত তিন দিনে প্রায় ১০০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ৪০০ গ্রাম মুড়ি, ২০০ গ্রাম গুড়, মোমবাতি ১ প্যাকেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০টি করে ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রয়েছে।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে বন্যাদুর্গত মানুষের মাঝে যুবলীগের ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি