ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোনায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২৩ মে ২০২২

Ekushey Television Ltd.

নেত্রকোনার ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় সোমবার ভোরে বাস ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত  হয়েছেন।

নিহতরা হলেন বাসের চালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার এসআই জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কেরেছেন।

এলাকাবাসী জানায়, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে চল্লিশা এলাকায়  ঢাকাগামী ধান বোঝাই একটি ট্রাকের সাথে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চালক ঘটনাস্থলেই ও সুপারভাইজারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে তাদের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রাখা আছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মিয়া বলেন, ‘‘আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের ভেতরে আটকে থাকা এক জনকে উদ্ধারের চেষ্টা চলছে। ট্রাকটি অতিরিক্ত ধান বোঝাই থাকার কারণে উদ্ধার করতে সময় লাগছে। ময়মনসিংহ থেকে রেকার আনা হচ্ছে। আশাকরি তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি