ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৎস্য আহরণে নিষেধাজ্ঞা, সাগরে কোস্টগার্ডের অভিযান

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪২, ২৩ মে ২০২২

Ekushey Television Ltd.

প্রজনন মৌসুমে সমুদ্র বা বঙ্গোপসাগরে মাছের মজুদ বৃদ্ধিসহ মৎস্য সংরক্ষণ নিশ্চিত করতে গত ২০ মে থেকে ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সাগরে অভিযানে নেমেছে মোংলা কোস্টগার্ড। 

সোমবার (২৩ মে) সকাল থেকে এ অভিযান শুরু করে তারা। 

সাগরে মৎস্য সম্পদ রক্ষার কার্যক্রম সফল করতে কোস্টগার্ড কাজ করছে বলে জানায় কোস্টগার্ডের পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন। তিনি আরও বলেন, সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে মৎস্য সম্পদের ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে কোস্টগার্ড কাজ করছে। 

কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেম্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান এই পদস্থ কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি